মূল পাতা শিক্ষাঙ্গন ‘ষষ্ঠ ও সপ্তমের সামষ্টিক মূল্যায়ন শুরু, যেসব নির্দেশনা মানতে হবে’
রহমত নিউজ 09 November, 2023 10:59 AM
নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আজ (৯ নভেম্বর) বৃহস্পতিবার থেকে থেকে শুরু হবে। গত ৩০ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে ৬টি নির্দেশনা দিয়েছে মাউশি।
মাউশির নির্দেশনাগুলো হলো— ১. আগামী ১ ডিসেম্বর থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্বনির্ধারিত ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে; ২. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে; ৩. নির্দেশনা মোতাবেক সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে; ৪. শিক্ষার্থীর পারদর্শিতার রিপোর্ট কার্ড প্রদানের সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার পর্যায় সম্পর্কে অবহিত করতে হবে; ৫. আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন, তাই ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে; ৬. মূল্যায়ন পরিচালনার জন্য পুনঃপ্রণয়নকৃত সময়সূচি সংযুক্ত করা হয়েছে।
এদিকে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ও নির্দেশনাও প্রকাশ করেছে মাউশি। এ দুই শ্রেণির ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের টুলস ও নির্দেশনা সরকারি-বেসরকারি স্কুলগুলোয় পাঠিয়েছে মাউশি। একই সঙ্গে অনলাইনেও মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ১৩টি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশের বিষয়টি জানিয়ে সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের চিঠি পাঠিয়েছে অধিদপ্তর। বিষয়ভিত্তিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মূল্যায়ন টুলস ও নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন...
গত জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)। এবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার।